ইরানের তাবরিজ বিমানবন্দরের কাছে অতি-হালকা বিমান বিধ্বস্ত


ইরানের তাবরিজ বিমানবন্দরের কাছে অতি-হালকা বিমান বিধ্বস্ত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ বিমানবন্দরে অবতরণের আগে একটি অতি-হালকা বা আল্ট্রালাইট বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে বিমানবন্দরের একটি ভবনে ধাক্কা খাওয়ার পর এটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মেহের নিউজ এজেন্সি বিমানবন্দরের জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে জানায়, স্থানীয় একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন এ বিমানটি রানওয়ে ৩০এল-এ নামার চেষ্টা করার সময় দুর্ঘটনায় পড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় পাইলট একাই বিমানে ছিলেন। সৌভাগ্যবশত তিনি কোনো আঘাত ছাড়াই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা বলয় জোরদার করে এবং সম্ভাব্য জ্বালানি লিকেজ ঠেকাতে ব্যবস্থা নেয়।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা ইতোমধ্যে ঘটনাটির পূর্ণাঙ্গ কারিগরি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×