কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার ৩ এর ৫৭ তলায় রেস্তোরাঁতে আগুন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০১:১৬ পিএম, ০১ নভেম্বর ২০২৫
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ার ৩-এর ৫৭ তলায় একটি রেস্তোরাঁতে আগুনের ঘটনা ঘটেছে, যা সকালে সবার নজর কেড়েছে।
বারনামার খবর অনুসারে, স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহদ হাফিজান হাসান বলেন, “ঘটনায় কেউ আহত হয়নি।”
স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের খবর পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যরা মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ ফায়ার সেফটি ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এই প্রক্রিয়ায় ফায়ার হোজ এবং ওয়েট রাইজার ব্যবহৃত হয়। আগুন সকাল ৭টা ৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ৪৫ মিনিটে সম্পূর্ণভাবে নেভানো হয়।
৫৭তম তলার রেস্তোরাঁটি আগুনের কারণে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।
পেট্রোনাস টাওয়ার ৩, যা স্থানীয়ভাবে ‘মেনারা কারিগালি’ নামে পরিচিত, ৬০ তলার একটি বিল্ডিং। এটি পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত এবং মূলত অফিস, খুচরা দোকান ও খাবার ও পানীয়ের প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।
সামাজিক মাধ্যমে আগুন লাগার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে টাওয়ারের ওপরের তলা থেকে ধোঁয়ার গাঢ় স্তর উঠতে দেখা গেছে।