তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প, দাবি সাবেক উপদেষ্টার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:০৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন তার সাবেক প্রধান রাজনৈতিক কৌশলবিদ স্টিভ ব্যানন। তার মতে, ২০২৮ সালের নির্বাচনে ট্রাম্প আবারও প্রার্থী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তিনবার প্রেসিডেন্ট হওয়ার নজির গড়তে পারেন।
দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানন বলেন, “তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে চলেছেন। ট্রাম্প ২০২৮ সালে প্রেসিডেন্ট হতে চলেছেন। জনগণকে কেবল এর সঙ্গে মানিয়ে নিতে হবে।”
তবে মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী ১৯৫১ সাল থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকতে পারেন। এই আইনি সীমাবদ্ধতার মধ্যেও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে যখন সংবিধানগত বাধা সম্পর্কে ব্যাননকে প্রশ্ন করা হয়, তিনি বলেন, “অনেকগুলো বিকল্প রয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপগুলো যথাযথ সময়ে ঘোষণা করা হবে। তার অধীনে আমরা যা শুরু করেছি, তা শেষ করতে হবে।”
ট্রাম্প এর আগেও তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি বিচার বিভাগকে ২০২৮ সালের নির্বাচনে নিজের অংশগ্রহণের বৈধতা যাচাই করার নির্দেশ দিয়েছিলেন।
তবে ২০২০ সালের নির্বাচনের পর দ্বিতীয় মেয়াদের সময় ট্রাম্প এনবিসি নিউজ-কে জানিয়েছিলেন, তিনি আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রাখেন না।