লিবিয়ায় নৌকা ডুবে ৬১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু


লিবিয়ায় নৌকা ডুবে ৬১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৬১ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন, জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বুধবার।

বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে মোট ৭৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৩ জন জীবিত উদ্ধার হয়েছে, বাকি ৬১ জন এখনও নিখোঁজ। নৌকায় থাকা সবাই সুদানের নাগরিক ছিলেন। ইউএনএইচসিআর নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছে, “নিহতরা সবাই সুদানের শরণার্থী ছিলেন। সুদানের গৃহযুদ্ধ বন্ধ করাই এ সমস্যার মূল সমাধান, কারণ তখন শরণার্থীরা নিরাপদে ঘরে ফিরতে পারবে এবং বিপজ্জনক যাত্রায় ঝুঁকি কমে যাবে।”

২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি থেকে সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী (আরএসএফ) মধ্যে সংঘর্ষ চলছে। এর ফলে হাজার হাজার সুদানি নাগরিক লিবিয়া ও প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছেন।

এর আগের দিন মঙ্গলবার সমুদ্রপথে সুদান থেকে লিবিয়া যাওয়ার পথে নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৫০ সুদানি শরণার্থী নিহত হন, ২৪ জন জীবিত উদ্ধার হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, এশিয়া ও আফ্রিকার নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে লিবিয়ার উপকূল ইউরোপ গমনের একটি প্রচলিত কিন্তু বিপজ্জনক রুট। গত বছর ভূমধ্যসাগরে অন্তত ২ হাজার ৪৫২ অভিবাসী মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×