করাচিতে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:১৬ পিএম, ২১ আগস্ট ২০২৫
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে আতশবাজির একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৪ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার পুলিশ নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই গুদামে আগুন ধরে যায় এবং শিখা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানেও। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একের পর এক ছোট ছোট বিস্ফোরণে বন্দরনগরীর ব্যস্ত সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আতঙ্কিত মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।
দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর বহুতল ভবনে আগুন লেগে যায় এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
এ ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকানের কাচ ভেঙে যায় এবং অনেক পথচারী কাচের টুকরোর আঘাতে আহত হন।
করাচি পুলিশের কর্মকর্তা সুমাইয়া তারিক বলেন, "বিস্ফোরণে আহত ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।"
স্থানীয় বাসিন্দা আকিব খান জানান, ‘‘আমি ভেবেছিলাম একসঙ্গে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়েছে।’’
এদিকে, জিও নিউজের প্রচারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আতঙ্কিত মানুষ দৌড়ে নিরাপদ আশ্রয় নিচ্ছে এবং গাড়িচালকেরা দ্রুত তাদের গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন।
করাচিতে ভয়াবহ মৌসুমি বন্যার কয়েক দিন পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যা নগরবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: রয়টার্স, জিও নিউজ