গাজায় যুদ্ধ শেষ করার ৫ শর্ত নেতানিয়াহুর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:২০ পিএম, ১৫ আগস্ট ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষ করার জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি শর্ত আবারও তুলে ধরেছেন। তিনি বলেন, এই শর্তগুলোর বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিজয় অর্জনের একমাত্র উপায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষিত পাঁচটি শর্ত হলো—
হামাসকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে; জীবিত-মৃত সব বন্দিকে ফিরিয়ে আনতে হবে; গাজাকে পুরোপুরি সামরিকহীন করতে হবে, যাতে কোনো অস্ত্র তৈরি বা পাচার না হয়; গাজায় ইসরায়েলকে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, নিরাপত্তা সীমান্তসহ; এবং হামাস কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, গাজায় বিকল্প একটি বেসামরিক প্রশাসন গঠন করতে হবে। নেতানিয়াহু উল্লেখ করেন, এই পরিকল্পনা চলমান যুদ্ধেরই অংশ।
২০২৪ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যম জানায়, বর্তমানে সেখানে প্রায় ৪০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ৫ বছরের নিচে ২ লাখ ৫০ হাজার শিশু তীব্র খাদ্য সংকটে রয়েছে এবং মোট ১২ লাখ নাবালক শিশু চরম খাদ্য নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
সূত্র: শাফাক নিউজ