লিবিয়ায় ব্যাপক অভিযান, আটক ১৫০০ অনিবন্ধিত অভিবাসী


লিবিয়ায় ব্যাপক অভিযান, আটক ১৫০০ অনিবন্ধিত অভিবাসী

উত্তর আফ্রিকার লিবিয়ার পূর্ব ত্রিপোলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার এই ধাপের অভিযান সম্পন্ন হয়, এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

লিবিয়ার শ্রমমন্ত্রী আলী আল-আবেদ জানান, অভিযানে দেখা গেছে বিভিন্ন আবাসিক এলাকায় অনেক বিদেশি শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন। তারা বিভিন্ন দেশের নাগরিক হলেও লিবিয়ায় বৈধ থাকার অনুমতি বা পাসপোর্ট ও স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র নেই তাদের কাছে।

২০১১ সালে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসক মোয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যার পর থেকে লিবিয়া গৃহযুদ্ধে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে দেশের প্রশাসন দুই বিরোধী গোষ্ঠীর হাতে বিভক্ত; এক পক্ষ ত্রিপোলির প্রধানমন্ত্রী আবদেলহামিদ দাবেইবাহ পরিচালিত সরকার, আর অন্যটি পূর্ব লিবিয়ার প্রতিদ্বন্দ্বী প্রশাসন।

ইতালির উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি প্রধান রুটে পরিণত হয়েছে। প্রতিবছর নানা দেশের হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন।

অভিযান চালানো পূর্ব ত্রিপোলির ওই অঞ্চলে একটি অস্থায়ী শিবির ছিল, যা উচ্চ প্রাচীরে বেষ্টিত এবং বিশাল প্রবেশদ্বার রয়েছে। এখানে মিসরীয় ও সাব-সাহারা আফ্রিকার অভিবাসীরা অবস্থান করতেন। এএফপির একজন সাংবাদিক এই এলাকায় ছোট মুদি দোকান, মাংসের দোকান ও সবজির দোকান দেখতে পেয়েছেন। শ্রমমন্ত্রী আলী আল-আবেদ জানান, এই অস্থায়ী শিবিরের নির্মাণে মানুষের বসবাস, স্বাস্থ্যসেবা এবং কর্মস্থলের নিরাপত্তার ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা হয়নি।

আটককৃত অভিবাসীদের অবৈধ অভিবাসন-বিরোধী কেন্দ্রে স্থানান্তর করা হবে এবং জাতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন শ্রমমন্ত্রী আলী আল-আবেদ।

তবে তাদের দ্রুত ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। চলতি মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের একজন কমিশনার এবং গ্রিস, ইতালি ও মাল্টার মন্ত্রীরা লিবিয়ায় সফর করেন এবং অনিয়মিত অভিবাসন নিয়ে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

সূত্র: এএফপি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×