সাবেক প্রেসিডেন্ট ইয়ুনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় নতুন ফৌজদারি অভিযোগ
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৪ পিএম, ১৯ জুলাই ২০২৫

দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে ফের উত্তেজনা—কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের বিরুদ্ধে আবারো নতুন অভিযোগ আনল দেশটির আদালত। শনিবার রাষ্ট্রীয় প্রসিকিউটরদের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, ইয়ুনের বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহারসহ আরও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে।
প্রসিকিউশন অফিস জানায়, নতুন অভিযোগগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রের সাধারণ নাগরিকদের অধিকার খর্ব করা, সরকারি দলিলপত্র নষ্ট বা মুছে ফেলার নির্দেশ দেওয়া এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার মতো অপরাধ। এই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, ইয়ুন সুক ইয়োল বর্তমানে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারাধীন রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ—তিনি প্রেসিডেন্ট থাকাকালীন গত ডিসেম্বরে দেশে মার্শাল ল জারি করার চেষ্টা করেছিলেন। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে, যা দক্ষিণ কোরিয়ার আইনে সর্বোচ্চ শাস্তির আওতাভুক্ত।
বিশেষ প্রসিকিউটরদের একটি টিম গত জুন থেকে ইয়ুনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত শুরু করে। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীনই তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠনের পদক্ষেপ নেয়া হলো।
দায়িত্ব থেকে অভিসংশনের মাধ্যমে অপসারিত হওয়া ইয়ুন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে তোলা নতুন অভিযোগ নিয়ে তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইয়ুন সুক ইয়োল গত মাসের শুরু থেকে সিউলের একটি ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। তার জামিন চেয়ে করা আবেদন গত সপ্তাহে আদালত খারিজ করে দেয়।