ইরানের তেল বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা


February 4 2025/ascs-iran-dw-d.avif

ইরানি তেল পাচারের অভিযোগে একটি ব্যবসায়িক নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ইরাকি ব্যবসায়ী সেলিম আহমেদ সাইদের পরিচালিত কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক ২০২০ সাল থেকে ইরাকি তেলের আড়ালে বা মিশ্রিত করে কোটি কোটি ডলার মূল্যের ইরানি তেল বিক্রি করে আসছে। একই সঙ্গে ইরানি তেলের গোপন সরবরাহে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

ট্রেজারি বিভাগের দাবি, সাইদের কোম্পানি এবং জাহাজগুলো প্রথমে ইরানি তেলের সঙ্গে ইরাকি তেল মিশ্রিত করে, পরে নিষেধাজ্ঞা এড়াতে জাল নথি ব্যবহার করে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে সম্পূর্ণ ইরাকি তেল হিসেবে বিক্রি করা হয়।

মার্কিন ট্রেজারি আরও জানিয়েছে, সাইদ সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক কোম্পানি ভিএস ট্যাঙ্কার্স নিয়ন্ত্রণ করেন, যদিও তিনি কোম্পানিটির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এড়িয়ে চলেন। 

এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একটি সত্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ট্রেজারি বিভাগ জানিয়েছে, কর্মকর্তারা লক্ষ লক্ষ ডলারের লেনদেন করেছেন, যা শেষ পর্যন্ত হিজবুল্লাহকে জন্য লাভজনক হচ্ছে।

নিষেধাজ্ঞা আওতায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং আমেরিকানদের তাদের সঙ্গে যেকোনো ব্যবসা করতে বাধা দেয়।

সূত্র: আলজাজিরা, রয়টার্স

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×