নেত্রকোনায় ১০ পরীক্ষার্থী বহিষ্কার, ৬ পরিদর্শককে অব্যাহতি


February 4 2025/ss.jpg

মোবাইল ফোনে নকল নিয়ে হলে প্রবেশ করেছিলেন ৯ শিক্ষার্থী। আরেকজন হাতে লেখা নকল নিয়ে বসেছিলেন পরীক্ষা কেন্দ্রে। ফলে পরীক্ষা কেন্দ্রে থাকা এই ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি দায়িত্বে অবহেলার দায়ে হলে দায়িত্ব পালনরত ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই)  বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্রের লিখিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তারা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিকেপি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ৯ জন শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন। তারা মুঠোফোন দেখে নকল করছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান ও সরকারি কমিশনার (ভূমি) শামীমা আফরোজ কক্ষ পরিদর্শনে আসেন। তারা কেন্দ্রের ১০৪, ২০১ ও বিদ্যালয়ের সম্মেলনকক্ষে পরীক্ষা দেওয়া ১০ জন শিক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিষ্কার করেন। পাশাপাশি তিনটি কক্ষে দায়িত্ব পালন করা ছয়জন শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে কেন্দ্র সচিব বারহাট্টা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়। তবে ইউএনও মো. খবিরুল আহসান বলেন, নকল করার অপরাধে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় ৯ জনের মুঠোফোন জব্দ করা হয়। পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এ বছর আর পরীক্ষা দিতে পারবেন না।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×