আত্মহত্যায় কৃষক মরলেও মোদি ব্যস্ত আত্মপ্রচারে: রাহুল গান্ধী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪৩ পিএম, ০৩ জুলাই ২০২৫

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রতিদিন কৃষকরা আরও বেশি ঋণের জালে জড়িয়ে পড়লেও সরকার সম্পূর্ণ উদাসীন। খবর দ্য হিন্দুর।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে অভিযোগ করেন, সরকার কৃষকদের ঋণ মাফের দাবি এবং আইনত ন্যূনতম ভুর্তকি (এমএসপি) নিশ্চিত করার আহ্বানকে অবহেলা করছে।
এর আগের দিন (২ জুলাই) মহারাষ্ট্র বিধানসভায় কৃষকদের মৃত্যু এবং সয়াবিন চাষিদের বকেয়া পরিশোধ না করার বিষয়টি তুলে ধরে দুইবার ওয়াকআউট করেন বিরোধীদলীয় সদস্যরা।
কংগ্রেস নেতা বিজয় ওয়াডেট্টিওয়ার বিধানসভায় দাবি করেন, এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২০০টি মামলাকে সাহায্যের জন্য ‘অযোগ্য’ ঘোষণা করা হয়েছে এবং ১৯৪টি মামলার তদন্ত এখনও চলমান।
রাহুল গান্ধী লেখেন, ‘ভাবুন একবার মাত্র তিন মাসে ৭৬৭ কৃষকের আত্মহত্যা! এটা কি শুধু একটি সংখ্যা? না, এটি ৭৬৭টি ধ্বংস হয়ে যাওয়া ঘর। ৭৬৭টি পরিবার, যারা আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। আর সরকার? সে চুপচাপ বসে আছে, উদাসীনভাবে দেখছে।’
তিনি বলেন, ‘বীজ সার ও ডিজেলের দাম অত্যন্ত চড়া হওয়ায় কৃষকেরা প্রতিদিন আরও বেশি ঋণের ফাঁদে পড়ছেন। কিন্তু তাদের জন্য কোনো এমএসপির নিশ্চয়তা নেই। তারা যখন ঋণ মাফ চায়, তখন তাদের উপেক্ষা করা হয়।’
রাহুল আরও বলেন, ‘কিন্তু কোটিপতিদের ঋণ অনায়াসেই মাফ করে দেয় মোদি সরকার। আজকের খবরটা দেখুন অনিল আম্বানির ৪৮ হাজার কোটি রুপির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ‘প্রতারণা’।
লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘মোদি জি বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ করবেন। অথচ আজ কৃষকের জীবনই অর্ধেক হয়ে যাচ্ছে। এই ব্যবস্থাই কৃষকদের নীরবে হত্যা করছে। আর মোদি জি নিজের প্রচারের খেলার সুফল চুপচাপ দেখে যাচ্ছেন।’
এদিকে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য পাল্টা আক্রমণ করেন। তিনি এক্স-এ একটি চার্ট শেয়ার করেন, যাতে দাবি করা হয়েছে—কংগ্রেস-এনসিপি জোট সরকারের ১৫ বছরে মহারাষ্ট্রে ৫৫,৯২৮ জন কৃষক আত্মহত্যা করেছেন।
মালব্য লেখেন, ‘মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি নোংরা বিষয়, কিন্তু রাহুল গান্ধীর মতো মানুষদের আয়না দেখানো প্রয়োজন।’