ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৮ পিএম, ২৩ জুন ২০২৫

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ইরান কখনও পারমাণবিক অস্ত্র রাখতে পারে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করতে পদক্ষেপ নিয়েছে।
মি. ল্যামি যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার পুনরাবৃত্তি করে তার বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, “ ব্রিটেন হামলায় জড়িত ছিল না। যেমন ব্রিটেন ইসরায়েলের অভিযানেও জড়িত ছিল না।”
তিনি যুক্তরাজ্য সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন “ইরান কখনও পারমাণবিক অস্ত্র রাখতে পারে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য পদক্ষেপ নিয়েছে।”
মি. ল্যামি জানিয়েছেন ইসরায়েলে সংঘাতের সময় একজন ব্রিটিশ নাগরিক আহত হয়েছেন।
যুক্তরাজ্য চলমান পরিস্থিতির প্রতি দ্রুত সাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ব্রিটিশ বেসামরিক নাগরিক এবং কর্মীদের নিরাপত্তাই অগ্রাধিকার।”
তেল আভিভে ব্রিটিশ দূতাবাস এবং জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট খোলা রয়েছে বলে জানান তিনি।
একইসাথে ৬৩ জন ব্রিটিশ নাগরিককে সাইপ্রাসে সরিয়ে নেওয়ার জন্য রয়্যাল এয়ার ফোর্সের একটি বিমান তেল আভিভে গেছে। পরে তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হবে।
মি. ল্যামি আরও জানান ইরানে লোকজনকে সহায়তা করা কঠিন কারণ আকাশপথ এখনও বন্ধ রয়েছে এবং ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সূত্রঃ বিবসি