
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ ভয়াবহ আগুন ছড়িয়ে পড়া সাততলা অফিস ভবনটি মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। মঙ্গলবার ৯ ডিসেম্বরের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
রয়টার্স জানায়, ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে আরও কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখা হচ্ছে। সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের বলেন, আগুন নেভানোর কাজের পাশাপাশি সম্ভাব্য হতাহতের সন্ধান অব্যাহত রয়েছে।
তিনি জানান, আগুনের সূত্রপাত হয় ভবনের প্রথম তলায় দুপুরের দিকে। এরপর আগুন দ্রুত উপর দিকে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে মধ্যাহ্নভোজে ছিলেন, অন্যরা কাজ শেষে ভবন থেকে বের হয়ে গিয়েছিলেন।
কনড্রো বলেন, “মঙ্গলবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। আমরা এখনও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেয়ার দিকে মনোনিবেশ করছি।” আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ছিল টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যা খনি থেকে কৃষি; বিভিন্ন খাতে বিমান জরিপের জন্য ড্রোন সরবরাহ করে থাকে।
কম্পাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, অসংখ্য অগ্নিনির্বাপক কর্মী ভবন থেকে লোকজনকে বের করার চেষ্টা করছেন। কেউ কেউ মৃতদেহের ব্যাগ বহন করছেন, আর কিছু কর্মীকে পোর্টেবল সিঁড়ি বেয়ে উপরের তলা থেকে নিচে নেমে আসতে দেখা গেছে।