পাকিস্তানে সশস্ত্র হামলায় ১৬ সৈনা নিহত


পাকিস্তানে সশস্ত্র হামলায় ১৬ সৈনা নিহত

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আকস্মিক এ হামলার হতাহতের এই ঘটনা ঘটে বলে শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন। সংবাদ আরব নিউজ, এএফপির।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে করা হামলায় ৩০ জনের বেশি মানুষ অংশ নেন। হামলায় ১৬ সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে পাকিস্তানের অভ্যন্তরে এ হামলা হয়। হামলা চালিয়ে সশস্ত্র ব্যক্তিরা তল্লাশিচৌকিতে থাকা তারবিহীন যোগাযোগের যন্ত্র, বিভিন্ন নথিপত্র ও অন্যান্য সামগ্রীও পুড়িয়ে দেন। পরে তারা পালিয়ে যান। 

এ দিকে, হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। তাদের বিবৃতির বরাতে বলা হয়েছে, ‘পাকিস্তানি তালেবানের শীর্ষ স্থানীয় কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×