দক্ষিণ কোরিয়ায় আচানক সামরিক আইন জারি


দক্ষিণ কোরিয়ায় আচানক সামরিক আইন জারি
ইউন সুক ইওল

দক্ষিণ কোরিয়ায় আচানক সামরিক আইন জারি করা হয়েছে। সংবাদ সিএনএনের।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে ওই ভাষণে সামরিক আইন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। 

দেশটির প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করেছেন তিনি।

জাতির উদ্দেশে ইউন সুক ইওল বলেন, ‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদার দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য ও রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য... আমি এতদ্বারা জরুরি সামরিক আইন ঘোষণা করছি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×