নেটিজেনদের বাজে মন্তব্যে ক্ষুব্ধ মেহজাবীন


নেটিজেনদের বাজে মন্তব্যে ক্ষুব্ধ মেহজাবীন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। কাজের নানা মুহূর্ত, ব্যক্তিগত চিন্তাভাবনা ও অনুপ্রেরণাদায়ক বার্তা তিনি নিয়মিত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষার ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেহজাবীন লিখেছেন,

কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেইক প্রযুক্তির অপব্যবহার নিয়ে সচেতনতা তৈরিতে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন মেহজাবীন। তবে এবার তিনি সরাসরি নেটিজেনদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলেন।

তাঁর সর্বশেষ পোস্টে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও, মন্তব্যের ঘরটি বন্ধ থাকায় কেউ সেখানে কিছু লিখতে পারেননি। তবে কোন নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী এর আগে বহুবার সামাজিক দায়িত্বমূলক ইস্যুতেও সোচ্চার হয়েছেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ভাষার শালীনতা ও মানসিক পরিশুদ্ধতার বার্তা দিয়েছেন নিজের অনুসারীদের উদ্দেশে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×