সিঁদুর পরা ছবিতে সমালোচনার মুখে ইয়াশ রোহান
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৯ এম, ০৪ অক্টোবর ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান আবারও আলোচনায়। সিনেমা ও নাটক দুই অঙ্গনেই দর্শকদের মুগ্ধ করা এই শিল্পী এবার খবরের শিরোনামে এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন তিনি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে কপালে সিঁদুর তিলক কেটে দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখেন, শুভ বিজয়া। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
তবে ছবিটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ ইয়াশের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং মন্তব্যের ঘরে নানা বিদ্রূপ ও নেতিবাচক প্রতিক্রিয়া জানান। কেউ লিখেছেন, ‘মুসলমান ভেবে ভুল করেছিলাম! কেউ বলছেন, এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম, আপনার নাটকগুলো ভালো লাগতো এখন আর দেখব না। এমন অসংখ্য তির্যক মন্তব্যে ভরে ওঠে অভিনেতার পোস্টের কমেন্ট বক্স।
তবে সমালোচনার পাশাপাশি অনেক সাধারণ ব্যবহারকারী ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন। জসিম উদ্দীন নামে একজন মন্তব্য করেন, কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ হয়ে গেছি। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে কখনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয় বরং তার কর্ম, মানবতা আর নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।
দেশের বিনোদন অঙ্গনের তারকারাও ইয়াশের প্রতি সংহতি প্রকাশ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লেখেন, কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?
এদিকে অভিনেতা আরশ খানও ইয়াশের পক্ষে বক্তব্য দেন। তিনি লেখেন, ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয় ও ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা অঞ্চল নয়, বরং তার শৈল্পিক গুণাবলী ও সৃষ্টিশীলতা দিয়ে চেনা উচিত। ধর্ম যার যার, দেশ সবার।
উল্লেখ্য, ইয়াশ রোহান বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর সন্তান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে, যা তাকে দর্শকপ্রিয়তায় নতুন উচ্চতায় পৌঁছে দেয়।