মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, জায়েদ খান বললেন ‘ভুয়া’
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ জায়েদ খান দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন। সরকার পরিবর্তনের পর নানা দিক বিবেচনা করে দেশে ফেরেননি তিনি। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানকে নিয়ে বর্তমানে তিনি সেখানে আছেন এবং বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছেন।
এরই মধ্যে আবারও আলোচনায় এসেছে জায়েদ-মাহি জুটির অতীতের প্রেমের গুঞ্জন। ঢালিউডের এক সময়ে কান পাতলেই শোনা যেত জায়েদ-মাহি প্রেমের খবর। তবে হঠাৎ করেই সেই আলোচনা থেমে যায়। পরে মাহি বিবাহিত জীবন শুরু করেন, তবে সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি।
সম্প্রতি আমেরিকায় একটি ঘরোয়া অনুষ্ঠানে দুজনকে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিতে দেখা যায়। এরপরই নতুন করে শুরু হয়েছে প্রশ্ন— ‘পুরনো প্রেম কি আবার জাগছে?’ মাহি এক বছর আগে ডিভোর্সের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্যদিকে, জায়েদ খানও দীর্ঘদিন ধরে সেখানে আছেন। এর ফলে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সংবাদপত্রে শিরোনামও তৈরি হয়েছে।
এই বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।” তিনি আরও বলেন, “একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছু নয়। মাহি কেবলই আমার সহকর্মী।”
প্রসঙ্গত, গেল বছরের জুলাইয়ে জায়েদ খান নিউ ইয়র্ক যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রে ঠিকানায় উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে তাকে।