আবার বিতর্কে আল্লু অর্জুন, অভিযোগ বেআইনি কাজের


আবার বিতর্কে আল্লু অর্জুন, অভিযোগ বেআইনি কাজের

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ফের একবার আইনি বিপাকে পড়েছেন। এবার অভিযোগ উঠেছে, হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসে তার মালিকানাধীন একটি বহুতল ভবন অনুমোদনের সীমা লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছে। এ কারণে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি) তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘আল্লু বিজনেস পার্ক’ নামে পরিচিত এই বিল্ডিংয়ে পরিবারসহ বসবাস করেন আল্লু অর্জুন। জিএইচএমসি দাবি করেছে, ভবনটি নির্ধারিত নকশা অমান্য করে অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি যাচাই করার পর, এই বহুতলকে অবৈধ ঘোষণা করে অভিনেতাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

জিএইচএমসি জানায়, ১১,০৩৪ বর্গফুট জমির ওপর গ্রাউন্ড ফ্লোরসহ মোট পাঁচতলা ভবন নির্মাণের অনুমতি ছিল। তবে বাস্তবে দেখা যায়, অনুমোদিত গড়ন ছাড়িয়ে বাড়তি একটি তলা নির্মাণ করা হয়েছে, যা একেবারেই বেআইনি।

এই অতিরিক্ত নির্মাণ নিয়ে ব্যাখ্যা চেয়ে আল্লু অর্জুনকে ‘শো-কজ’ নোটিশ পাঠানো হয়েছে। জিএইচএমসি হুঁশিয়ারি দিয়েছে, যদি তিনি যথাযথ ও গ্রহণযোগ্য জবাব দিতে না পারেন, তবে বাড়তি নির্মিত অংশ ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় দুই বছর আগে তৈরি হওয়া এই ভবনে অর্জুনের পারিবারিক ব্যবসার দপ্তরগুলিও রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত আল্লু অর্জুন বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম নয়, এর আগেও আইনসংক্রান্ত বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। গত বছর ‘পুষ্পা টু’ ছবির এক বিশেষ প্রদর্শনীতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হলে সেই ঘটনায়ও তিনি আইনি জটিলতায় পড়েন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×