এসব সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান


এসব সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে: সাদিয়া আয়মান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন সামাজিক মাধ্যমে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে নারী তারকাদের ক্ষেত্রে এই বিড়ম্বনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। গত এক বছরে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, কিছু কিছু পেজ সেলিব্রিটিদের ছবি এআই দিয়ে তৈরি করে ছড়িয়ে দিচ্ছে, যা বিভ্রান্তিকর ও আপত্তিকর। এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং অনেকেই এই কৃত্রিম কনটেন্টকে সত্য ভেবে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সাদিয়া ফেসবুকে লেখেন, কিছু কিছু পেজ আছে, যারা সেলিব্রিটিদের এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।

তিনি আরও লেখেন, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে!

তার ভক্ত ও অনুসারীদের উদ্দেশে সাদিয়া আহ্বান জানান, আরে ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

সবশেষে অভিনেত্রীর পক্ষ থেকে একটি অনুরোধ ছিল, আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ- যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন। আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×