আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ


আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি মুক্তির আগে অর্থনৈতিক অগ্রগতি ও শর্ত পূরণের পরিস্থিতি পর্যালোচনার জন্য ঢাকায় এসেছে সংস্থার একটি প্রতিনিধি দল। আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকস প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে দলটি আজ থেকে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থার সঙ্গে বৈঠক শুরু করবে।

প্রথম দিনে, বুধবার (২৯ অক্টোবর), তারা অর্থ সচিবের সঙ্গে উদ্বোধনী সভা করে মিশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে। এরপর অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও বাজেট শাখা এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকটি শাখার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সামষ্টিক অর্থনীতি শাখার সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক, সরকারের কাঠামোগত সংস্কার এবং আগামী ডিসেম্বরের মধ্যে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

অন্যদিকে বাজেট শাখার সঙ্গে বৈঠকে সার্বিক বাজেট বাস্তবায়নের তথ্য উপস্থাপন করা হবে। বৈঠকে বকেয়া ভর্তুকি, ভর্তুকি হ্রাসের পাশাপাশি রেমিট্যান্সের বিপরীতে দেওয়া প্রণোদনা কমানোর পরিকল্পনার বিষয়টিও পর্যালোচনা করা হবে।

মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক চালিয়ে যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×