চট্টগ্রাম বন্দরে শ্রমিক দলের বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা


চট্টগ্রাম বন্দরে শ্রমিক দলের বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর কর্তৃৃপক্ষের (চবক) কার শেড পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বন্দরের কার শেডে প্রবেশের সময় বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। বন্দরের সিসিটি ও এনসিটি ইয়ার্ডকে বেসরকারিকরণ না করার বিষয়ে তাঁর সঙ্গে বসতে চেয়েছিলেন তারা। চবকের অসহযোগিতার কারণে সেটি সম্ভব হয়নি বলেও অভিযোগ করেছেন শ্রমিক নেতারা।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ‘চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইয়ার্ড দুইটি তৈরি করা ইয়ার্ড। এই দুইটি দিয়ে চট্টগ্রাম বন্দর আরও লাভজনক প্রতিষ্ঠান হতে পারে। পাশাপাশি বন্দরের নিজস্ব পরিচালনায় এ দুটি ইয়ার্ড থাকলে প্রায় ৪ হাজার মত কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই, আমরা এই দুটি ইয়ার্ডকে প্রাইভেটাইজড না করার জন্য উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিলাম। চবকের চেয়ারম্যান বরাবরে ৪ ফেব্রুয়ারি চিঠিও দিয়েছি। কিন্তু চবকের কিছু কর্মকর্তার অসহযোগিতার কারণে আমরা আজকে বাধ্য হয়ে বিক্ষোভ করছি।’

পরবর্তী শুধুমাত্র শ্রমিকদের কথা শোনার জন্যই চট্টগ্রাম আসার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ থামে।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘আমি যেহেতু নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ও দেখি, সেহেতু তাদের কথাগুলো আমি শুনেছি। আমি তাদের সঙ্গে আরও গুরুত্ব দিয়ে কথা বলার জন্য চট্টগ্রাম আসার প্রতিশ্রুতি দিয়েছি।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×