আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ পে-রোল চুক্তি সই


30 November/Al Arafa.jpg

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি এবং বিএইচটি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি সই হয়েছে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী এবং বিএইচটি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাাফিজুর রহমানের উপস্থিতিতে এ চুক্তি সই হয়ে। 

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং বিএইচটি ইন্ড্রাস্ট্রিজের পরিচালক মাশরিফুর রহমান চুক্তিতে সই করেন। 

এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পেরোল প্রিভিলেজ সার্ভিসের (এপিপিএস) বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহফুজুল ইসলাম, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গাজী মোস্তাফিজুর রহমান, বিএইচটি ইন্ড্রাস্ট্রিজের প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ ইবাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×