
বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান এবং তার স্ত্রী শারমীন খানের নামে থাকা ১৭.৬১ একর জমি আদালতের আদেশে জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের ১২ হাজার শেয়ার, দুইটি গাড়ি এবং ১৮টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ এই দুটি আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, এনামুল হক খান অসাধু উপায়ে ২ কোটি ৪৭ লাখ ৬২ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তিনি ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৭২ কোটি ৩১ লাখ টাকা জমা দিয়েছেন এবং ৭২ কোটি ১৬ লাখ টাকা উত্তোলনসহ মোট ১৪৪ কোটি ৪৭ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন।
আয়ের উৎস আড়াল করায় এনামুল হক খানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটির তদন্ত ও প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে করা দুদকের আবেদনে বলা হয়েছে, শারমীন খান জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। তিনি সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৫ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্তের জন্য একটি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
দুদক দুটো আবেদনে সতর্ক করেছেন যে, মামলার নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখানো হয়েছে।