
বন্ধুত্বের স্মৃতি আর রাজনৈতিক অঙ্গীকারের মেলবন্ধনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী মাঠে বাড়তি শক্তি পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার হাতে ১৪ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকেই।
আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শিকড় এই বিদ্যালয়।’
তিনি আরও বলেন, ‘স্কুলজীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।’
পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিনসহ অন্যান্যরা। এছাড়া প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্ত এবং বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।