
নির্বাচনী মাঠে বিভ্রান্তির ফাঁদ এড়াতে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এখন এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের পরিচয় স্পষ্ট। তিনি বলেন, ‘অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন, গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। তারা ওদের সঙ্গে মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গিয়েছে।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলীতে বিসিক শিল্প পার্ক এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আজ বিপুলসংখ্যক মানুষ এখানে একত্র হয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষকে নিয়ে অনেক কথা বলা সম্ভব হলেও তাতে জনগণের কোনো বাস্তব উপকার হতো না।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন জানতে ও দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের কল্যাণে কী পরিকল্পনা নিয়ে এগোবে। তার ভাষায়, বিএনপি ইতোমধ্যেই জনগণের সামনে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছে এবং বর্তমান সময়ে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার কাছে দেশকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
ঐক্য ও সতর্কতার ওপর জোর দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে—যাতে কেউ ষড়যন্ত্র করে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আবার যেন কেউ ষড়যন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে।’