
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বালাসীঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মিলন মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
আটক মো. মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন মৃত মেছের উদ্দিনের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।
অভিযানকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, চার টি রাম দা, এক টি চাইনিজ কুড়াল এবং একটি ছুরি। অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর টিম আটক ব্যক্তিকে পরবর্তীতে ফুলছড়ি থানায় হস্তান্তর করে।
ফুলছড়ি থানার ওসি মো. দুরুল হোদা বলেন, ‘‘আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’’