
মানবিক ও সেবামূলক উদ্যোক্তা হিসেবে পরিচিত ‘মাস্তুল ফাউন্ডেশন’কে এখন থেকে বেওয়ারিশ মরদেহ দাফন ও সৎকারের সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিশেষ আদেশের মাধ্যমে এই অনুমতি প্রদান করা হয়, যার ফলে পরিচয়হীন ও অভিভাবকহীন মরদেহের শেষকৃত্য সসম্মানে সম্পন্ন করার আইনি ও প্রশাসনিক স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।
এই কাজের সঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের সম্পৃক্ততা নতুন নয়। বৈশ্বিক করোনা মহামারির ভয়াবহ সময়ে যখন অনেক ক্ষেত্রে স্বজনরা মরদেহ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করছিলেন, তখন মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৩ হাজারের বেশি মরদেহ দাফন ও সৎকার সম্পন্ন করেন। সেই সংকটকালীন সময়ে তাদের এই সাহসী ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়ায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ফলে এখন থেকে মাস্তুল ফাউন্ডেশন নিয়মিতভাবে বেওয়ারিশ মরদেহের গোসল, কাফন ও দাফনের সব কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এ বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অনুমোদন আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা শুরু থেকেই এই কাজটি সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানবিক দায়বদ্ধতা থেকে করে আসছি। একটি মানুষ পরিচয়হীনভাবে মারা গেলেও তার শেষ বিদায় যেন ধর্মীয় মর্যাদা ও সম্মানের সাথে হয়, সেটিই আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাআল্লাহ, সামনের দিনগুলোতেও আমাদের এই সেবা কার্যক্রম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অব্যাহত থাকবে।"
প্রসঙ্গত, মাস্তুল ফাউন্ডেশন শুধু দাফন কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; প্রতিষ্ঠানটি এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রমসহ নানা সামাজিক ও ইসলামিক প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারি এই অনুমোদন তাদের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে।
লাশ দাফন সংক্রান্ত যোগাযোগ:
ফোন: 0132114661
আশরাফুল আলম, হেড অব প্রোগ্রাম, মাস্তুল ফাউন্ডেশন
ওয়েবসাইট: www.mastul.net
ইমেইল: [email protected]