
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শেরপুরে জামায়াতের যে নেতাকে বিএনপির সন্ত্রাসীরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, এই সরকারকেই তার বিচার করতে হবে। খুনের বিচার না হলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মহসীরের সমর্থনে বাঞ্ছারামপুর বড় বাজার খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সামনে যাতে জামায়াতে ইসলামীসহ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর ওপর আর কোন হামলা না হয়, সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াত নেতা আব্দুল সাত্তার, জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা সেক্রেটারি আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সেক্রেটারি জেনারেল ১১ দলীয় জোট প্রার্থীদের উপস্থিত সকলের নিকট পরিচয় করিয়ে দেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক সাধারণ জনগণ এবং জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে উপস্থিত হন।