
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী শ্রুতি লেখকের সহায়তায় এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
‘বি’ ইউনিটের আহ্বায়ক ও আইন অনুষদের ডিন ক্রিস্টিন রিচার্ডসন স্বাক্ষরিত এক তালিকা থেকে জানা যায়, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের সহায়তার জন্য শ্রুতি লেখক নিয়োগ দেওয়া হয়েছিল। মেডিকেল সেন্টারে যে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন তারা হলেন: নাজীফা তাসনিম লাবীবা, অর্ণব মল্লিক, মোঃ আজিজুল ইসলাম, জয় কুমার কুন্ড, আশফা বি মোস্তফা জাবীবা, আনিকা আরজুমান্দ, রাশেদুজ্জামান রাফি এবং মোঃ শাহরিয়া আহম্মদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় তাদের জন্য মূল কেন্দ্রের ভিড় এড়িয়ে মেডিকেল সেন্টারে এই সিট প্ল্যান করা হয়েছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তারা পরীক্ষা সম্পন্ন করেছেন।