
চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণহীন গতির একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য নাজমুস সাকিব (৩৮)। একই ঘটনায় আহত হয়েছেন নৌবাহিনীর আরেক সদস্য মো. ইকরাম।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নাজমুস সাকিব ও আহত মো. ইকরাম—দুজনই চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন।
ভেল্লাপাড়া হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনে মোটরসাইকেলে করে পতেঙ্গা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন নাজমুস সাকিব ও মো. ইকরাম। সকালবেলায় তারা পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। সংঘর্ষে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।
গুরুতর আহত মো. ইকরামকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা দুজনই চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। তারা মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। পটিয়া বাইপাসে পৌঁছালে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়। আহত ইকরামকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। তবে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সেটি হানিফ পরিবহনের বাস বলে ধারণা করা হচ্ছে।