.png)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৬৭ দশমিক ৪২ শতাংশ। বাকি ১৫,০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন যা মোট পরীক্ষার্থীর ৩২.৫৮ শতাংশ।
আরও জানা যায়, এবার কুমিল্লা এবং রাজশাহী দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৯,৮২১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৫১৫ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১১,৭৭৬ জন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ' এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৬,৩৩৬ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১,২৪১ জন।'
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ' গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সামনের পরীক্ষাগুলোও যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।'
প্রসঙ্গত, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।