
পাবনার সাঁথিয়ায় দুপুরের সময় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা মন্তাজ আলীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোঁড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতের পাশ দিয়ে চলে গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কের এই ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বনগ্রাম বাজারে ঘটনা ঘটে।
মন্তাজ আলী আরআতাইকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এবং পদ্মবিলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। তাঁর দলীয় পরিচয় ইত্তেফাক ডিজিটালকে উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম খান নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনাকালে মন্তাজ আলী বনগ্রাম বাজারের মসজিদ গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার হাতে লেগে যায়। হামলাকারীরা পরে কাশিনাথপুরের দিকে পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
মন্তাজ আলী বলেন, “কে বা কারা আমাকে গুলি করেছে, তাদেরকে আমি চিনতে পারিনি। তবে আমার সঙ্গে কারো বিরোধ ছিল না।”
আতাইকুলা থানার ওসি জামিরুল ইসলাম জানান, “দুইজন মোটরসাইকেলে আরোহী মুন্তাজ আলীকে শটগান দিয়ে গুলি করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”