
নির্বাচনী প্রচারণায় মিছিলের সময় নিজ প্যানেলের নেতার নাম না নেওয়ার কারণে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে একটি মিছিল কামারখাড়া বাজারে পৌঁছায়। সেখানে স্থানীয় এক নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে প্রথম দফায় শামীম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষে রূপ নেয়। একই ঘটনার জেরে দুপুর ১টার দিকে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষকে একে অপরের ওপর হামলা চালাতে দেখা যায়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। খবর পেয়ে নিকটবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়। তিনি জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।