
নির্বাচন ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ দেশের বাইরে ভারতের অন্যান্য মিশন কার্যক্রম চালিয়ে যাবে। এই ঘটনার প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারত অল্পতেই বেশি প্রতিক্রিয়া দেখায়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসির এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে ‘পরিবার-বহির্ভূত’ দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে, যা পাকিস্তান, আফগানিস্তান ও সুদানের সমপর্যায়ে। এর প্রেক্ষিতে ঢাকায় কর্মরত কূটনীতিকদের পরিবারের প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিবিসি হিন্দি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আপনার প্রশ্নের শেষ অংশের সঙ্গে আমি একমত নই। এমন কোনো প্রমাণ নেই যে আমরা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “ভারত যদি বাংলাদেশকে পাকিস্তানের সমপর্যায়ে রাখে, তা তাদের সিদ্ধান্ত। এটা দুঃখজনক হলেও আমরা এটি পরিবর্তন করতে পারব না। দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করতে হলে আমাদেরও স্পষ্টভাবে ভালো সম্পর্ক চাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে তা অনিবার্য।”