
মৌলভীবাজারের আইনপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন’ বলে আহ্বান জানিয়েছেন, তবে তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সমাবেশে তিনি বলেন, ‘ধানের শীষ যখন দেশ পরিচালনা করেছে, কোনো মানুষ গুমের শিকার হয়নি।’
তারেক রহমান আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। এই নিশ্চয়তা একমাত্র ধানের শীষ দিতে পারে। টেক ব্যাক বাংলাদেশের অর্ধেকে এসেছি আমরা।’
বিগত নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান মন্তব্য করেন, ‘তামাশার নির্বাচন হয়েছে। ভোটের অধিকার ছিল না। মানুষ তাঁর কষ্টের কথা কাকে বলবে, সেই লোকটাও ছিল না।’