
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় চোরাইপথে আসা ভারতীয় গরু জব্দের সময় বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান। হামলার ঘটনা ঘটেছিল গত বুধবার।
জকিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের জৈন্তাপুর রাজাবাড়ী বিওপির হাবিলদার কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
নাম উল্লেখিত অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মো. আলমাছ (৩২), মো. রায়হান (৩০), ডালিম মিয়া (৩৫), মো. সুজন (৩০), মো. কয়েজ (৩০), মো. সাইদুল (৩২), মো. আব্দুল (৩১), আবু হানিফ (৪০), মো. আলা উদ্দিন (৩২), মো. সালমান আহমদ বাবু (২৪), মো. ফয়সাল (২৯), মো. সাগর (২৬), মো. রহিম (২৮), মো. মিনহাজ (২৮), মো. আতিক (২৫), মো. ছালাম (২৯), মো. আব্দুল (৫০), ইসমাইল হোসেন বাছির (২৮), তানু আহমেদ (৩০), নুরু মিয়া (৩২), ইমন আহমদ (২৭), আমিন আহমদ (৩২), রিপন মিয়া (৩২), মো. জালাল উদ্দিন মনা (৪৫), আলমগীর (২৮), মো. আফছার (২৮), ইমন (৩০), মো. জসিম (৩০), মো. উজ্জ্বল (৩৮), মো. সাত্তার (৩৫), মো. হেলাল (৩২)। এছাড়া আরও ২৫–৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর পিলার সংলগ্ন টিপরাখলা (ঘুড়িমারা) এলাকায় ১৫০ গজ ভেতরে বিজিবির টহল টিম ৬টি ভারতীয় গরু জব্দ করে। সেগুলো জৈন্তাপুর বিওপিতে নিয়ে যাওয়ার পথে চোরাকারবারি দলের সদস্যরা রাস্তা অবরোধ করে এবং বিজিবির টহল টিমের উপর হামলা চালায়। এই ঘটনায় বিজিবির ল্যান্স নায়েক মো. ওমর ফারুক আহত হন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ‘বিজিবির ওপর হামলার অভিযোগ দায়েরের পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’