
নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ার মধ্যেই কক্সবাজার-৪ আসনে বিএনপির প্রার্থীকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকির ঘটনা সামনে এসেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাপ দিতে হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতো পরিণতির মুখোমুখি হতে হবে।
অজ্ঞাত পরিচয়ে গত ২৩ ডিসেম্বর পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে তারিখ দেওয়া আছে ২৩-১২-২৫। প্রেরক হিসেবে কথিত ব্যাটালিয়ন-৭১ -এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও, তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিঠির সঙ্গে শাহজাহান চৌধুরীর কাছে পাঠানো হয়েছে এক টুকরো সাদা কাফনের কাপড়, যা হুমকির মাত্রা আরও স্পষ্ট করে তোলে।
চিঠিতে বিএনপি প্রার্থীকে উদ্দেশ করে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’
ঘটনার বিষয়ে প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। তাঁর ভাষায়, এলাকায় সক্রিয় কিছু সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ থেকেই এমন কাজ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে তাঁরা সতর্ক রয়েছেন।
তিনি আরও বলেন, হুমকির মাধ্যমে তাঁকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে তিনি বিচলিত নন। তাঁর মতে, তাঁকে চাপের মুখে ফেলা হলেও আদর্শ থেকে সরানো যাবে না। মৃত্যুভয় দেখিয়ে কেনার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, হুমকির ঘটনায় বিএনপি প্রার্থীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।