
নির্বাচনকে ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। অভিযানে দুটি বিদেশি ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ এনে সন্ত্রাসীরা যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেই লক্ষেই সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল তৎপরতা বাড়ানো হয়েছে।” এই নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের ১৮২/৩ এস পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেন।
লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, আজ শুক্রবার মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি বিগত কয়েক বছরের অভিযানের চিত্রও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, গত তিন বছরে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৩৩টি দেশি ও বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এসব অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, “অস্ত্র, গোলাবারুদ,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”