
ভোটের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত, যা অবশ্যই উপযুক্ত ও সৎ ব্যক্তির হাতে তুলে দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, খেয়ানতকারীর কাছে ভোটের আমানত দিলে সেই খেয়ানতের দায় শেষ পর্যন্ত ভোটারদের ওপরই বর্তায়।
শুক্রবার (৯ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদ হচ্ছে দেশের সর্বোচ্চ আইনসভা। দেশের ৩০০ জন সংসদ সদস্য যে আইন প্রণয়ন করবেন, সেই আইন দিয়েই রাষ্ট্র পরিচালিত হবে। একই সঙ্গে তারাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নির্ধারণ করবেন। তিনি বলেন, যদি ৩০০ আসনের মধ্যে ১৫০টির বেশি আসনে সৎ ও আল্লাহভীরু মানুষ নির্বাচিত করা যায়, তবে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের কেউই বুক ফুলিয়ে বলতে পারেনি যে তারা চুরি, দুর্নীতি ও জুলুমমুক্ত শাসন উপহার দিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এতদিন আলেম-ওলামাদের শুধু মসজিদ, মাদরাসা, জানাজা ও ইমামতির কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়েছে। তবে এবার তাদের অবস্থান বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “যারা মসজিদের ইমাম হবে, তারা রাষ্ট্রেরও ইমাম হবে; যারা জানাজার ইমাম হবে, তারা পার্লামেন্টেরও ইমাম হবে।”
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ যেন দেশের সব কাজকে ইবাদত হিসেবে কবুল করেন এবং জাতিকে সব ধরনের খেয়ানত থেকে হেফাজত করেন।