
জীবন রক্ষার জায়গা অপারেশন থিয়েটার, অথচ সেখানেই চলছে রান্নাবান্না। ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে এমন চরম অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে, যা প্রসূতি মা ও নবজাতকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, জীবাণুমুক্ত পরিবেশে সিজারিয়ান অপারেশন হওয়ার কথা থাকলেও গত প্রায় দুই বছর ধরে লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটার ব্যবহার করা হচ্ছে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে। গ্যাসের চুলা জ্বালিয়ে খাবার তৈরি, অবাধ যাতায়াত এবং শৃঙ্খলার অভাবে সংক্রমণের আশঙ্কা বাড়ছে বহুগুণ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারের ভেতর কয়েকজন নার্স গ্যাসের চুলায় পিঠা বানাচ্ছেন। একই কক্ষে অন্যদের অবাধ চলাচলও চোখে পড়ে। আশ্চর্যের বিষয়, পাশের কক্ষেই তখন সিজারিয়ান অপারেশন চলছিল। সেখানে রোগীর স্বজন ও বহিরাগতদের অনায়াসে যাতায়াত করতেও দেখা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সদের মধ্যে রয়েছেন নার্সিং সুপারভাইজার নূর জাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক প্রসূতির স্বজনদের অভিযোগ, গাইনি বিভাগের দায়িত্বে থাকা ডা. তাহিরা খাতুন রোজী, ডা. নিলুফা সুলতানা ও ডা. তাহমিনা আক্তার দীর্ঘদিন ধরেই লেবার ওয়ার্ডের এই অনিয়ম সম্পর্কে অবগত। তাদের দাবি, বিভিন্ন সময় নার্সদের রান্না করা বিরিয়ানি ও শীতের পিঠাসহ নানা খাবার চিকিৎসকরাও গ্রহণ করেন। এসব আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় ওয়ার্ডে ভর্তি প্রসূতিরা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হন। এমনকি সহায়তার জন্য ডাকলে অনেক সময় নার্সরা বিরক্ত হন বলেও অভিযোগ রয়েছে।
রোগীর স্বজন আবু জাফর বলেন, "এমন একটি স্পর্শকাতর জায়গায় দিনের পর দিন এ অব্যবস্থাপনা আমাদের জন্য উদ্বেগের। জড়িত নার্সদের পাশাপাশি এখানে হাসপাতালের কর্তৃপক্ষেরও দায় রয়েছে। তাদের দায়সারা কাজের কারণেই হাজারো মা-বোন ঝুঁকির মুখে পড়ছে।"
আরেক সেবাগ্রহীতা ফরিদা আক্তার বলেন, "যারা আমাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সবচেয়ে বেশি সচেতন আর সতর্ক থাকার কথা তাদের কাছেই আমরা অনিরাপদ। আমাদের মতো মধ্যবিত্তরা একপ্রকার অসহায়ত্ব নিয়েই এসব পরিস্থিতি দেখেও সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হচ্ছে। কর্তৃপক্ষ কোনোভাবেই এ অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না।"
অভিযোগের বিষয়ে দায়িত্বরত নার্সদের বক্তব্য জানতে চাইলে তারা কথা বলতে এড়িয়ে যান। পরে ওয়ার্ড ইনচার্জ স্বপ্না প্রতিবেদককে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রৌকন উদ দৌলা বলেন, "অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্না অসম্ভব ব্যাপার। ওটির ভেতরে রান্নাবান্না করলে সংক্রমণের অনেক বিষয় রয়েছে। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।"
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, "অপারেশন থিয়েটারে রান্নাবান্না করার কোন সুযোগ নেই। এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।"
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম জানান, "বিষয়টি আমি অবগত নই। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শিগগিরই তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"