
আসন্ন নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত দেশে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের জন্যই নির্বাচনী মাঠ সমান রয়েছে এবং এখনো এমন কোনো ঘটনা ঘটেনি, যা থেকে বলা যায় লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিব বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম জানান, দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেও বাস্তবে ছোট-বড় সব দলের জন্যই সুযোগ সমান রয়েছে এবং নির্বাচনের পরিবেশ ভালো আছে।
এর আগে প্রেস সচিব ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং হামলার শিকার থানা ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহ) মাজার পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ পীর আওলিয়ার দেশ এবং তাদের মাধ্যমেই এখানে ইসলামের বিস্তার ঘটেছে। কিছু ব্যক্তি নানা অজুহাতে মাজারে হামলা করছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই সবার প্রত্যাশা।
মাজারের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম জানান, পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে এবং মাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
আসন্ন নির্বাচন, গণভোট এবং লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে তিনি বলেন, সবাই যেন দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেয়, সেটাই প্রত্যাশা। তার মতে, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শাসনের সৃষ্টি না হোক এবং দেশের সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক। অতীতের অপশাসনের পুনরাবৃত্তি আর দেখতে না চাওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই শোকের অংশ হিসেবে অনেকে শোক বইয়ে সই করেছেন। এই বিষয়টি দেখে কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বলেও তিনি বলেন।
পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।