
নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই আটজনকে শনাক্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে একই দিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী। সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রবেশসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশনা জারি করা হয়েছে।