
ফরিদপুরের ভাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থানা ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহর ঘনিষ্ঠ সহযোগী মো. তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভোরে হামিরদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, বুলবুল একসময় আলগি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি যুবলীগ নেতা ও সাবেক সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ হয়ে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আবার কাজী জাফরউল্লাহর দলে ফিরেন এবং নৌকার পক্ষে মাঠে কাজ শুরু করেন।
তৌহিদুর রহমান বুলবুল ছিলেন সাবেক সংসদ উপনেতা, আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর পিও। পাশাপাশি তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ সাংবাদিক মাসুদা ভাট্টির ছোট ভাই।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলার আসামি তিনি। থানা ভাঙচুরে তারই নেতৃত্ব ছিল। হামিরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, গত ১৩ সেপ্টেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে ভাঙ্গার বিভিন্ন মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করার ঘটনাতেও বুলবুল ছিলেন মূল নেতৃত্বে, এবং ওই মামলার প্রধান আসামি।