
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে নিজের বাবার জানাজায় অংশ নিয়েছেন যুবদল নেতা মো. তাজুল ইসলাম।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় তার নিজ বাড়িতে বাবার জানাজা অনুষ্ঠিত হয়।তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবা মোমিন পাটোয়ারী আর নেই। তাজুল অস্ত্র মামলায় কারাগারে বন্দি ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, রোববার রাতে মোমিন পাটোয়ারী মৃত্যুবরণ করেন। বাবাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন তার পরিবার। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়ার পর পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় বিকেলে তাকে জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।”
উল্লেখ্য, ৯ নভেম্বর গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লাকে আটক করে। তাদের দেওয়া তথ্যে দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হয়ে তাজুল কারাগারে ছিলেন।