
তাইওয়ানকে কেন্দ্র করে জাপান ও চীনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়তেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সোমবার (২৪ নভেম্বর) চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, আলোচনায় শি তাইওয়ান ইস্যু নিয়ে ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করেন।
সিনহুয়ার তথ্য উদ্ধৃত করে ব্লুমবার্গ জানায়, ফোনালাপে শি ট্রাম্পকে স্পষ্টভাবে বলেন, তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস বা ওয়াশিংটনে চীনা দূতাবাস—কোনোটিই ব্লুমবার্গকে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
ব্লুমবার্গ বিশ্লেষণে জানায়, গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর পরই এ ধরনের আহ্বান আসে। ওই চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক কমায় এবং বেইজিং বিরল মৃত্তিকা রপ্তানির কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নেয়।
তবে চীন ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আঞ্চলিক সম্পর্ক আবারও জটিলতার দিকে যাচ্ছে।