
গাজীপুরের টঙ্গীতে রোববার সকালে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি ঘর থেকে অক্ষত অবস্থায় ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পরে সেই টাকা ঘরের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনের ঘটনা ঘটেছে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় একটি টিনশেডের ঘরে। অগ্নিকাণ্ডে সেমিপাকা সাতটি ঘরের মধ্যে পাঁচটি ঘর পুড়ে গেছে। বাড়ির মালিক জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসকে জানিয়েছিলেন, তার ঘরে ব্যবসায়িক উদ্দেশ্যে রাখা ১৪ লাখ টাকা রয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন মিয়া বলেন, “সকালে কাঁঠালদিয়া এলাকার বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। টঙ্গী স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বাড়ির মালিকের দেওয়া তথ্য অনুসারে আগুনে ক্ষতিগ্রস্ত ঘর থেকে ১৪ লাখ টাকা অক্ষত উদ্ধার করা হয় এবং মালিকের কাছে হস্তান্তর করা হয়।”