
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় পটকা ও গানপাউডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর বকশিবাজার এলাকায় প্রথম ধাপের অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।
প্রথমে গ্রেপ্তার করা হয় বগুড়া শহরের রহমাননগর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে শাহীনুর ইসলাম সজীব (৩৫) এবং গাবতলী উপজেলার চাকলা গ্রামের আবুল কাশেমের ছেলে খাইরুল ইসলাম (৪০)-কে। তাদের কাছ থেকে ২৮ কেজি দেশীয় পদ্ধতিতে তৈরি পটকা (প্রায় ৭০০০ পিস) জব্দ করা হয়।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে শহরের ভাটকান্দি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মালেক মণ্ডল (৪৫), ছামছুল মণ্ডলের ছেলে,কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২ কেজি দেশীয় পটকা (প্রায় ৭০০ পিস) এবং ৫৫০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম এবং নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের কর্মকর্তা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহীনুর ইসলাম সজীবের মালতিনগর বকশিবাজার এলাকায় মুদির দোকানে অবৈধভাবে বিপুল বিস্ফোরক দ্রব্যাদি সংরক্ষিত আছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।”
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ভাটকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।