
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মওদুদীবাদীরা যে ইসলামের কথা বলে সেটা বোগাস ইসলাম। আসল ইসলাম মদিনার ইসলাম, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আপনাকে নির্ধারণ করতে হবে, বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে সর্বপ্রথম কে লিখেছে? জিয়াউর রহমান, আর জিয়াউর রহমানের মার্কা কি? খালেদা জিয়ার মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? এ্যানি চৌধুরীর মার্কা কি? ধানের শীষ। মার্কা রে মার্কা, ধানের শীষ মার্কা। সিল মারো ভাই, সিল মারো, ধানের শীষ মার্কায় সিল মারো।
রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের ১৪নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার সমর্থনে তারুণ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
তিনি আরও বলেন, এখনও নির্বাচন হয়নি, নির্বাচন হবে, প্রতিনিধি আসবে, আপনাদের দল আসবে, নির্বাচিত দল ক্ষমতায় আসবে। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান বলেছে, গ্রামের মানুষের কাছে যাও, গ্রামের মানুষের কাছে আসছি। জিয়াউর রহমান যেমন গ্রামের মানুষকে পছন্দ করতেন, এজন্য জিয়াউর রহমানকে বলতো গণ-মানুষের নেতা আর বিএনপিকে বলা হয় গণ-মানুষের দল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা মাহবুবুর রহমান লিটন, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমুখ।