
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা পেট্রোল ছড়িয়ে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান নিশ্চিত করেছেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, সাঁথিয়ার ক্ষেতুপাড়া গ্রামীণ ব্যাংকের শাখার সাইনবোর্ডে আগুন ধরাতে দুর্বৃত্তরা পেট্রোল ব্যবহার করছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো সাইনবোর্ডে ছড়িয়ে পড়ে এবং তা পুড়ে যায়। ভিডিওতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান উচ্চারণের আওয়াজও পাওয়া গেছে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্রামীণ ব্যাংকের বাইরে রাস্তার পাশে ব্যাংকের সীমানা প্রাচীরের ওপর থাকা ডিজিটাল সাইনবোর্ডে আগুন দেওয়া হয়েছে। সরকারকে অস্থিতিশীল করতে কেউ এটা করতে পারে। আনুমানিক রাত দুইটার দিকে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি আমরা স্পষ্ট নই। এখনো ব্যাংকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”